হাসপাতাল থেকে হোটেলে রাষ্ট্রপতি

 অনলাইন ডেস্ক    ২৫ অক্টোবার, ২০২৩ ১৬:১৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 4 বার

বাইপাস সার্জারির পর আজ বুধবার সকালে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল থেকে হোটেলে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন বলেন, রাষ্ট্রপতির শারীরিক অবস্থা এখন বেশ ভালো। হোটেলে রাষ্ট্রপতি তার দাফতরিক কার্যক্রমও সম্পাদন করছেন।

চিকিৎসক আরও বলেন, রাষ্ট্রপতির চিকিৎসাসহ সার্বিক অবস্থা পর্যালোচনা করতে আগামী ৩০ অক্টোবর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড বসবে। সেখানে পর্যালোচনা শেষে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী দেশে ফিরবেন রাষ্ট্রপতি।

আরও পড়ুন: সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন মারা গেছেন...

এর আগে ১৮ অক্টোবর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতির বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। এরপর একদিন তাকে আইসিইউতে নিবিড় পরিচর্যায় রাখা হয়।

চিকিৎসার জন্য গত ১৬ অক্টোবর সিঙ্গাপুরে যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা।

অনলাইন ডেস্ক