মেহেরপুর সরকারি কলেজে চাঁদা না দেওয়াই ভাঙচুর

 নিজস্ব প্রতিবেদক    ২৮ নভেম্বার, ২০২৩ ১৫:২৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 16 বার

মেহেরপুর সরকারি কলেজ কর্তৃক পিকনিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে সাধারণ শিক্ষার্থীর কাছে জোর করে চাঁদা তুলতে না দেওয়াই আজ মঙ্গলবার দুপুর ১২ টার সময় মেহেরপুর সরকারি কলেজের যুগ্ম সাধারন সম্পাদক ইমরান মাহমুদ অনিকের নেতৃত্বে ছাত্রলীগের একটি দল কলেজের প্রশাসনিক  ভবনের চেয়ার ভাঙচুর করে।

এসময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও রাস্ট্র বিজ্ঞান বিভাগে প্রধান আব্দুল্লা আল আমিন ধুমকেতুকে লাঞ্চিত করে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লা আল আমিন ধুমকেতু বলেন, মেহেরপুর সরকারি কলেজ ছাত্র লীগের সাধারন সম্পাদক কুতুব উদ্দিন, যুগ্ম সম্পাদক ইমরান মাহমুদ অনিক ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ রাশেদ আলী কলেজের নামে রশিদ করে ছাত্র ছাত্রীদের কাছ থেকে জোর করে চাঁদা তুল ছিলো। এ কারনে তাদের কাছ থেকে রশিদ কেড়ে নিয়ে চাঁদা তুলতে নিষেধ করা হয়।

আরও পড়ুন: নৌকার মাঝি নাজমুল হক সাগর...

তিনি আরও বলেন, এর কিছুক্ষন পর কলেজ ছাত্র লীগের যুগ্ম সম্পাদক ইমরান মাহমুদ অনিকের নেতৃত্বে ৩ থেকে ৪ জন ছাত্র কলেজের প্রশাসনিক ভবনের চেয়ার ভাঙচুর করে এবং আমাকে লাঞ্চিত করে।

এ বিষয়ে মেহেরপুর সরকারি কলেজের ছাত্র লীগের সাধারন সম্পাদক কুতুবউদ্দিন আহম্মেদ বলেন, পিকনিকের জন্য টাকা তোলা হচ্ছে। বিষয়টা ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্যার বারা বারি না করে আমাকে ফোন করতে পারতো।

নিজস্ব প্রতিবেদক