গাংনীতে ট্রাকের ধাক্কায় দিন মজুর নিহত / ট্রাকসহ চালক গ্রেপ্তার

 অনলাইন ডেস্ক    ১৯ সেপ্টেম্বার, ২০২৩ ১৯:০৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 16 বার

মেহেরপুরের গাংনীতে আখঁ সেন্টার পাড়ায় সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গত সোমবার নিহত হয়েছিলেন আতিয়ার (৫০)। ওই ঘটনায় নিহত ছেলে মিঠুন গাংনী থানায় মামলা দায়ের করেন। পুলিশ মধ্যরাতে ট্রাক সহ চালক মন্টু মিয়াকে গ্রেপ্তার করেন।

মন্টু মিয়া কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদরপুরের মৃত মঈন শেখের ছেলে।

জানা গেছে, আতিয়ার রহমান বাইসাইকেল করে পশ্চিম মালশাদহ থেকে গাংনী বাজারে দিকে আসছিলেন। রাস্তায় ফেলে রাখা পাথরে সাইকেল পিছলে তিনি রাস্তার উপর পড়ে যান। ঠিক ওই সময় একটি ট্রাক (যার নং- ঢাকা মেট্রো ট- ১১-৯৩৫৩) তাকে চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: আরারো উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র...

এ ঘটনায় আতিয়ারের ছেলে মিঠুন বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। পরে গাংনী থানার (ওসি) মনোজিৎ কুমার নন্দীর নের্তৃত্বে পুলিশের একটি টীম মেহেরপুরের আমঝুপির একটি তেলপাম্প থেকে ট্রাক সহ ড্রাইভার মন্টু মিয়াকে গ্রেপ্তার করে।

গাংনী থানার (ওসি) মনোজিৎ কুমার নন্দী বলেন, ট্রাকসহ ড্রাইভারকে গ্রেপ্তার করে আজ মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

অনলাইন ডেস্ক