নতুন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হলেন আব্দুর রহমান

 অনলাইন ডেস্ক    ১২ জানুয়ারী, ২০২৪ ১৬:২৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 12 বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ২৩ হাজার ৩৩১ হাজার ভোট পেয়ে তৃতীয় বারের মতো বিজয়ী হন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান। তিনি শেখ হাসিনার নতুন সরকারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দ্বায়িত্ব পেয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে বঙ্গভবনে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর বিষয়টি জানা যায়।

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রণালয় বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

আরও পড়ুন: নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী...

গত বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শপথ নেয়ার জন্য ফোনে আমন্ত্রণ পান তিনি। এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন ফোন দেয়ার বিষয়টি নিশ্চিত করেন।

অনলাইন ডেস্ক