মেহেরপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

 অনলাইন ডেস্ক    ৩ সেপ্টেম্বার, ২০২৩ ১৮:০৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 16 বার

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আজ রোববার সকালে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সচেতনতামূলক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা প্রশাসক জনাব মোঃ শামীম হাসানের সভাপতিত্বে শহীদ সামছুজোহা নগর উদ্দ্যান থেকে শুরু করে বর্ণাঢ্য র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্শন শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতি তার বক্তব্যে বলেন, মেহেরপুর জেলায় ডেঙ্গু প্রতিরোধে ও মশাবাহিত বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করার জন্য বসত বাড়ি থেকে শুরু করে সকল সরকারী-বেসরকারী অফিসের প্রঙ্গন পরিস্কার রাখতে হবে।

আরও পড়ুন: নাটোরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা...

র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ শামীম হোসেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস।

আরও উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা পরিষদের প্রধন নির্বাহী কর্মকর্তা শামিম হোসেন রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজিব হাসান, আবুল কাসেম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

অনলাইন ডেস্ক