চুয়াডাঙ্গায় তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের তীব্রতা

 নিজস্ব প্রতিবেদক    ২৪ জানুয়ারী, ২০২৪ ১৪:৫৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 11 বার

চুয়াডাঙ্গায় শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। হাড়কাঁপানো শীতে নাজেহাল অবস্থা খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়োবৃদ্ধের। শীতের প্রকোপে জেলার সব মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আজ বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৯টার সময় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। যা জেলায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।


এর আগে গতকাল মঙ্গলবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল।

আরও পড়ুন: এক দশক আটকে থাকার পর মুক্তি পাচ্ছে মান্নার শেষ সিনেমা...

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ আতাউর রহমান বলেন, শীতজনিত কারণে হাসপাতালে রোগী বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক