চার স্কুলের নতুন ভবন উদ্বোধন করলেন এমপি সাহিদুজ্জামান খোকন

 নিজস্ব প্রতিবেদক    ১৮ অক্টোবার, ২০২৩ ১৮:২৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 5 বার

গাংনী উপজেলার চারটি স্কুলের নবনির্মিত অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন করা হয় আজ বুধবার ১৮ অক্টোবর।

৩ কোটি ১৩ লাখ ৩৬ হাজার ৮শত ৬৩ টাকা ব্যয়ে প্রকৌশল অধিদপ্তর ও এলজিডির বাস্তবায়নে নির্মিত ভবন গুলো উদ্ভোধন করেন মেহেরপুর —২ গাংনী আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।


নির্মিত ভবনগুলো হচ্ছে উপজেলার চাঁদপুর মাধ্যামিক বিদ্যালয়ের ৪ তলা ভিত্তি বিশিষ্ট এক তলা একাডেমিক ভবন যার নির্মান ব্যয় ৮১ লাখ টাকা, ৪ তলা ভিত্তি বিশিষ্ট এক তলা একাডেমিক ভবন ৮০ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত কে.এ.বি মাধ্যমিক বিদ্যালয়, ৮০ লাখ ৭৫ হাজার টাকা সমান ব্যয়ে নির্মিত ৪ তলা ভিত্তি বিশিষ্ট ১ তলা একাডেমিক ভবন সানঘাট চাঁনদামারি মাধ্যমিক বিদ্যালয় এবং ৭০ লাখ ৮৬ হাজার ৮৬৩টাকা ব্যয়ে,চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।


আরও পড়ুন: গাংনীতে ফিলিস্তিনের প্রতি সংহতি সমাবেশ ও র‌্যালি...

এসময় উপস্থিত ছিলেন, চাদপুর মাধ্যামিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ আলিহসেন,কে.এ.বি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রাজু আহাম্মেদ, সানঘাট চাঁনদামারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক লালটু মিয়া, চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক হামিদুল ইসলাম, মেহেরপুর শিক্ষা সরকারি প্রকৌশলী হাবিবুর রহমান, রাইপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম সাক্লায়েন সেপুসহ শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক