বৃষ্টি ও গরম নিয়ে দুঃসংবাদ আবহাওয়া বার্তায়

 অনলাইন ডেস্ক    ১৩ জুলাই, ২০২৪ ১৮:২৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 18 বার

দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণে জনজীবনে বাড়ছে ভোগান্তি। এর মধ্যে আগামী শুক্রবার (১৯ জুলাই) থেকে বৃষ্টিপাতের প্রবণতা ফের বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। আজ শনিবার (১৩ জুলাই) অধিদফতরে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

গতকাল শুক্রবার (১২ জুলাই) মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে যায় ঢাকার বহু এলাকা। দুদিনেও কমেনি ভোগান্তি। কক্সবাজারের কোথাও কোথা ভারি বর্ষণের সঙ্গে ঘটেছে পাহাড়ধসের ঘটনাও।

এ বিষয়ে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, এই বৃষ্টিপাত ছিল স্বল্প সময়ে অধিক বৃষ্টিপাত। এ ছাড়া অধিক বৃষ্টিপাতের কারণে ভূমিধস তৈরি হয়।

তবে আজ শনিবার থেকে আগামী বৃহস্পতিবার (১৮ জুলাই) পর্যন্ত বৃষ্টিপাতের তীব্রতা কমে যাবে বলে জানিয়েছেন এ আবহাওয়াবিদ।

এ ছাড়া আগামী ১০ দিন সিলেট এবং আশেপাশের এলাকায় প্রতিদিনই থেমে থেমে বৃষ্টি হবে বলে জানান এ আবহাওয়াবিদ।

অনলাইন ডেস্ক