সাজা বাতিল ও জামিন চেয়ে ড. ইউনূসের আপিল

 অনলাইন ডেস্ক    ২৮ জানুয়ারী, ২০২৪ ১১:৫৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 8 বার

শ্রম আইন লঙ্ঘন মামলায় ছয় মাসের সাজা বাতিল ও দণ্ড থেকে খালাস চেয়ে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজন শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনালে আপিল করে জামিন চেয়েছেন।

আপিল ট্রাইব্যুনালে আজ রবিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার সময় আপিল আবেদন করেন ড. মুহাম্মদ ইউনূসসহ চারজন।

এই বিষয়টি নিশ্চিত করেন তার আইনজীবী ব্যারিস্টার মোঃ আবদুল্লা আল মামুন।

আরও পড়ুন: স্কুল বাদ দিয়ে ব্যবসা-বাণিজ্যে ব্যস্ত থাকেন শিক্ষক...

এর আগে, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ১ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিলেন আদালত।

একই সঙ্গে তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ রায়ে গ্রামীণ টেলিকমের সব শ্রমিককে তাদের ন্যায্য পাওনা ৩০ দিনের মধ্যে দিতে বলা হয়।

অনলাইন ডেস্ক