মেহেরপুরে ৪৭টি মোবাইল ফোন ও ৯৭ হাজার নগদ টাকা উদ্ধার

 অনলাইন ডেস্ক    ২৮ সেপ্টেম্বার, ২০২৩ ১৮:৩৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 10 বার

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, মেহেরপুর কর্তৃক এক মাস যাবৎ হারিয়ে যাওয়া ৪৭ টি মোবাইল ফোন ও বিকাশে ভুলক্রমে চলে যাওয়া ৯৭, হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদেরকে হস্তান্তর করা হয়।

মেহেরপুর জেলা পুলিশের মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ রাফিউল আলম মহোদয়ের নির্দেশে পুলিশ সুপারের কার্যালয়ে আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আরও পড়ুন: গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে র‌্যালি, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত...

সংবাদ সম্মেলনের পর উদ্ধারকৃত ৪৭টি মোবাইল ফোন ও ৯৭ হাজার টাকা মেহেরপুরের পুলিশ সুপার প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।


উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, ভুলক্রমে বিকাশের মাধ্যমে এক জায়গার স্থানে অন্য জায়গায় চলে যাওয়া, সহ মোবাইল ফোন হারিয়ে ও চুরি হয়ে যাওয়া ওই সমস্ত মালিকদের অভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে ৪৭টি মোবাইল ও ৯৭ হাজার টাকা উদ্ধার করে মালিকদের নিকট ফেরত দেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান বলেন, ডিবির ওসি সাইফুল ইসলাম সহ ডিবি ও পুলিশের সদস্য সেখানে উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক