পঞ্চগড়, দিনাজপুরে তাপমাত্রা নামল ৫.৫, ২৮ জেলায় শৈত্যপ্রবাহ

 অনলাইন ডেস্ক    ২৮ জানুয়ারী, ২০২৪ ১৪:১৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 9 বার

উত্তরের দুই জেলা দিনাজপুর ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আজ। সকাল ৬টার সময় আবহাওয়া অধিদপ্তর এই তাপমাত্রা রেকর্ড করেন।

আজ দেশের দুই বিভাগসহ ২৮টি জেলায় বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ তাপমাত্রা কম হলেও আগামীকাল থেকে তা বাড়তে পারে। রাজশাহী ও রংপুর বিভাগের মোট ১২ জেলায় আজ শৈত্যপ্রবাহ বইছে।

আরও পড়ুন: লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত...

এদিকে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজধানীর তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে, গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

অনলাইন ডেস্ক