দেশে দুদিন শিলাবৃষ্টির আশঙ্কা

 অনলাইন ডেস্ক    ২৫ মার্চ, ২০২৪ ১৫:১২:০০নিউজটি দেখা হয়েছে মোট 4 বার

দেশের বিভিন্ন স্থানে দুই দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ সোমবার (২৫ মার্চ) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

আগামীকাল মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: ছদ্মবেশী গণতন্ত্র চালু করেছে ক্ষমতাসীনরা: ফখরুল...

আবহাওয়া অফিস বলছে, সোমবার সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, যা মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পরদিন বুধবার (২৭ মার্চ) দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

অনলাইন ডেস্ক