ছদ্মবেশী গণতন্ত্র চালু করেছে ক্ষমতাসীনরা: ফখরুল

 অনলাইন ডেস্ক    ২৫ মার্চ, ২০২৪ ১৪:৫২:০০নিউজটি দেখা হয়েছে মোট 8 বার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমগীর বলেন, ক্ষমতাসীনরা ছদ্মবেশী গণতন্ত্র চালু করেছে। স্বাধীনতার চেতনার দোহাই দিয়ে তারা গণতান্ত্রিক বাংলাদেশকে ধংস করছে।

রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সোমবার (২৫ মার্চ) আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধংস করেছে ক্ষমতাসীনরা। পরিকল্পিতভাবে ২০১৪, ২০১৮, ২০২৪ সালে তারা নিজেরা নির্বাচন করেছে। আর দেশের মানুষ নিজেদের ভোটের অধিকার হারিয়েছেন।

সরকার মোবাই সার্ভিলেন্স করছে, কেউ বিপ্লবের কথা বললেই তুলে নেয়া হচ্ছে। দেশ চালানোর কোনো নৈতিক অধিকার সরকারের নেই। তারা ছদ্মবেশী গণতন্ত্র চালু করেছে।

তিনি বলেন, গণতান্ত্রিক লড়াই সহজ নয়, ১৫ বছর ধরে লড়াই করে যাচ্ছি। অত্যাচার, নির্যাতন, পায়ের নখ তুলে ফেলা হয়েছে অনেক নেতাকর্মীর। গ্রামের নেতাকর্মীদের অবস্থাও খুব খারাপ।

বিএনপি মহাসচিব আরও বলেন, কোনো দেশ আমাদের ওপর প্রভুত্ব করতে চাইলে দেশের মানুষ তা মেনে নেবে না। দেশকে পরাধীন করার ক্ষমতা কারও নেই। আওয়ামী লীগকে একদিন ক্ষমতা ছাড়তে হবে। তাবে এজন্য সাধারণ মানুষকে আন্দোলনে নামাতে হবে।

অনলাইন ডেস্ক