কাপ্তাই বাঁধ খুলে দেওয়ায় দেশের ক্ষতি না লাভ হবে?

 অনলাইন ডেস্ক    ২৫ আগষ্ট, ২০২৪ ১০:২৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 17 বার

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি হওয়ায় রাঙামাটির কাপ্তাই বাঁধ দিয়ে পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র।

রোববার (২৫ আগস্ট) সকাল ৮টা ১০ মিনিটে কাপ্তাই বাঁধের ১৬টি স্প্রীলওয়ে বা জলকপাট খুলে দেয়া হয়েছে।

আরো পড়ুন:ডুবল রাঙ্গামাটির ঝুলন্ত সেতু

কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

এটিএম আব্দুজ্জাহের বলেন, ‘কাপ্তাই হ্রদের স্বাভাবিক নিয়মে এ বাঁধ খোলা হয়েছে। এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যে ৬ ইঞ্চি পানি ছাড়া হয়েছে তাতে নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা নেই। পাশাপাশি বন্যার্ত এলাকার পানি ধীরে ধীরে কমতে থাকবে। তাই সবাইকে অনুরোধ করবো সামাজিক যোগাযোগ মাধ্যমের ভুল বার্তায় আতঙ্কিত হবেন না।’

এর আগে কাপ্তাই বাঁধের গেইট গতকাল শনিবার রাত ১০টায় খোলার কথা থাকলেও তা খোলা হয়নি। প্রত্যাশিত পানির ফ্লো না থাকায় এবং রাতে বাঁধ খোলা নিয়ে আতঙ্কিত হওয়ার আশঙ্কাসহ সব দিক বিবেচনা করে তা খোলা হয়নি বলে জানান কর্তৃপক্ষ।

অনলাইন ডেস্ক