ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে চালকদের বিক্ষোভ

 অনলাইন ডেস্ক    ১৯ মে, ২০২৪ ১২:৫৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 6 বার

ঢাকা মহানগরীতে অটোরিকশা বন্ধের প্রতিবাদে আজ রোববার (১৯ মে) সকাল সাড়ে ১০টার সময় রাজধানীর আগারগাঁও ও মিরপুর-১০ নম্বরে লাঠিসোঁটা নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চালকরা।

পরে তারা মিরপুর-১০ নম্বর গোলচত্বরে অবস্থান নেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মিরপুর-১০ গোলচত্বরে রাস্তা আটকে বিক্ষোভ করছেন চালকরা। কিছুদূরে একদল পুলিশকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

আরও পড়ুন: মঙ্গলবার ১৫৭ উপজেলায় সাধারণ ছুটি...

রাস্তায় কোনো গাড়ি, মোটরসাইকেল, সিএনজি দেখলেই লাঠিসোঁটা নিয়ে আক্রমণ চালান চালকরা। সাংবাদিকদের ওপরও হামলা চালান তারা।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী সাব্বির আহম্মেদ বলেন, রিকশাচালকরা মিরপুর-১০ মোড়ে অবস্থান নেন। তারা অটোরিকশা বন্ধের প্রতিবাদে সড়কের বিভিন্ন পাশে বিক্ষোভ করছেন।

অনলাইন ডেস্ক