শেখ হাসিনা দেশ ছাড়তে চাননি, আমরা জোরাজুরি করেছি: জয়

 অনলাইন ডেস্ক    ৬ আগষ্ট, ২০২৪ ১১:২৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 10 বার

প্রধানমন্ত্রীর পদ থেকে সোমবার পদত্যাগ করে দেশে ছেড়েছেন শেখ হাসিনা। তবে তিনি মোটেও দেশ ছাড়তে চাননি। পরিবারের জোরাজুরিতে এমন কাজ করেছেন।

সোমবার (৫ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির সঙ্গে এক টেলিফোন সাক্ষাৎকারে এমনটা দাবি করেছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ছেলে ও সাবেক তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়

জয় বলেন, তিনি (শেখ হাসিনা) থাকতে চেয়েছিলেন। তিনি মোটেও দেশ ছেড়ে যেতে চাননি। কিন্তু আমরা জোর দিয়েছিলাম যে দেশ তার জন্য আর নিরাপদ নয়। আমরা প্রথমে তার শারীরিক নিরাপত্তার জন্য উদ্বিগ্ন ছিলাম। তাই আমরা তাকে চলে যেতে রাজি করাই।

তিনি আরও বলেন, আমি আজ সকালে তার সঙ্গে কথা বলেছি। আপনি দেখতে পাচ্ছেন, বাংলাদেশের পরিস্থিতি অরাজক। তিনি ভালো আছেন কিন্তু তিনি খুবই হতাশ। এটা তার জন্য খুবই হতাশাজনক। কারণ বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করা স্বপ্ন ছিল তার। তিনি গত ১৫ বছর ধরে এ জন্য কঠোর পরিশ্রম করেছেন।

অনলাইন ডেস্ক