রাষ্ট্রীয় জঞ্জাল পরিষ্কার হলেই নির্বাচন: সমাজকল্যাণ উপদেষ্টা

 অনলাইন ডেস্ক    ২৬ আগষ্ট, ২০২৪ ১০:২৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 17 বার

‘১৬ বছরের জঞ্জাল ১৬ দিনে পরিষ্কার করা সম্ভব নয়। সবকিছু পরিষ্কার হলেই দেশে কাঙ্ক্ষিত নির্বাচন দেয়া হবে।’ তাই দেশবাসীকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

নোয়াখালীতে বন্যাদুর্গত এলাকাসহ আশ্রয়কেন্দ্র পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে রোববার (২৫ আগস্ট) বিকেলে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ধৈর্য ধরুন, শত-কোটি চোখ আমাদের ওপর নজর রাখুন। আমরা যেন সুষ্ঠু গণতন্ত্রের ধারায় ফিরে যেতে পারি এবং কাঙ্ক্ষিত নির্বাচন দিতে পারি।’

আরো পড়ুন:৩৭ দিন পর যাত্রী নিয়ে ছুটল মেট্রোরেল

তিনি আরও বলেন, ‘সরকার সর্বশক্তি দিয়ে বন্যা পরিস্থিতির মোকাবিলা করতে চায়। প্রত্যেকটা জেলায় তরুণ ছেলে-মেয়েরা একত্রিত হয়ে সাধারণ জনগণকে নিয়ে যেভাবে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে, তাতে আমরা অভিভূত। আমরা এমন বাংলাদেশ চেয়েছিলাম। নিশ্চয়ই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো।’

অনলাইন ডেস্ক