বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শাহজাহানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

 অনলাইন ডেস্ক    ৩০ সেপ্টেম্বার, ২০২৩ ১৩:১৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 10 বার

লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য সাবেক বিমান, পর্যটনমন্ত্রী ও মুক্তিযোদ্ধা একেএম শাহজাহান কামাল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৩টা ১৯ মিনিটে মৃত্যুবরণ করেন।

তিনি দীর্ঘদিন ধরে ডায়বেটিস, উচ্চ রক্তচাপসহ নানা রোগে ভুগছিলেন।

এ কে এম শাহজাহান কামাল ১৯৫০ সালের ১ জানুয়ারি লক্ষ্মীপুর জেলার আটিয়াতলীতে জন্মগ্রহণ করেন।

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা একেএম শাহজাহান কামালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আরও পড়ুন: মেহেরপুরে ৪৭টি মোবাইল ফোন ও ৯৭ হাজার নগদ টাকা উদ্ধার...

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক অঙ্গনে প্রবীণ এই রাজনীতিবিদের অবদান জাতি চিরদিন স্মরণ করবে।

তিনি আরও বলেন, মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা যানাই।

তিনি এই আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর দায়িত্বও পালন করছেন এ কে এম শাহজাহান কামাল।

অনলাইন ডেস্ক