ঢাকায় সিএনজিতে ককটেল নিক্ষেপের পর বিস্ফোরণ, আগুন

 অনলাইন ডেস্ক    ১৯ নভেম্বার, ২০২৩ ১০:৪২:০০নিউজটি দেখা হয়েছে মোট 31 বার

নির্বাচন ঠেকাতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা টানা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিন আজ। সকাল সাড়ে ৮টার সময় রাজধানীতে একটি সিএনজিচালিত অটোরিকশাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে হরতাল সমর্থকরা। বিস্ফোরণের পর এতে আগুন ধরে যায়।

এই ঘটনাটি ঘটেছে ঢাকার কাজী আলাউদ্দিন রোডের ওয়ান স্টার হোটেলের সামনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদফতরের দেয়াল ঘেষে দাঁড়িয়ে ছিল। এ সময় হরতাল সমর্থকরা সিএনজিটিকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। মুহূর্তেই গ্লাসটি চূর্ণবিচূর্ণ হয়ে সিএনজিতে আগুন ধরে যায়।

আরও পড়ুন: গাংনী আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন যারা...

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা টানা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিন সকালে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। যদিও অন্যন্য দিনের তুলনায় যানবাহনের সংখ্যা কম। এছাড়াও সারা দেশে বিক্ষিপ্তভাবে যানবাহনে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। কোথাও ট্রেনে আগুন, আবার কোথাও বাসে।

অনলাইন ডেস্ক