গাংনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

 নিজস্ব প্রতিবেদক    ১০ মার্চ, ২০২৪ ১৬:১৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 7 বার

মেহেরপুরের গাংনীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আজ রবিবার (১০ মার্চ) সকাল ১০ টার সময় ‘‘দুর্যোগ প্রস্তুতিতে গড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতি পাদ্যে নিয়ে উপজেলা পরিষদ সভা কক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মহড়া অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপরে গাংনী ফুটবল মাঠে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নিরঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক।

আরও পড়ুন: ইবিতে প্রথমবারের মতো ডীন'স লিস্ট অ্যাওয়ার্ড প্রদান...

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ডাক্তার আদিলা আজহার আরশী, বামন্দী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম লিডার ইসাহক আলী।

এছাড়াও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কমর্চারীগণ।

নিজস্ব প্রতিবেদক