বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার স্বপ্ন দেখেন "মন্ত্রী সাবের হোসেন"

 মোঃ নাঈম মাহমুদ, ঢাকা    ২১ ফেব্রুয়ারী, ২০২৪ ১৬:০৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 13 বার

ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, বাংলা ভাষা আন্দোলনের কর্মীরা বিশ্বব্যাপী ভাষা অধিকার আন্দোলনকে অনুপ্রাণিত করেছে। বাংলাকে জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা করতে হবে। স্থানীয় ভাষাভাষীর সংখ্যার দিক থেকে বাংলা বিশ্বের ষষ্ঠ বৃহত্তম ভাষা।

ভাষা শহীদদের আত্মত্যাগ বিশ্বের কাছে অমূল্য উল্লেখ করে তিনি বলেন, তাদের আত্মত্যাগে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ এখন একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশ, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: শহীদ মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা বিএনপির পুষ্প মাল্য অর্পণ...

ভাষা শহীদরা শুধু বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করেননি, জাতীয় পরিচয় ও মর্যাদা প্রতিষ্ঠায় অমূল্য অবদান রেখেছেন। মাতৃভাষার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার বীজ বপন করেছেন। মাতৃভাষাকে সর্বস্তরে প্রচার করতে হবে।

এর আগে, আজ সকালে খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মন্ত্রী সাবের।

মোঃ নাঈম মাহমুদ, ঢাকা