ইরানি প্রেসিডেন্টের মৃত্যুতে বাংলাদেশে একদিনের শোক

 অনলাইন ডেস্ক    ২১ মে, ২০২৪ ১৪:৫৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 1 বার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দুল্লাহিয়ানের মৃত্যুতে আগামী বৃহস্পতিবার (২৩ মে) দেশজুড়ে একদিনের শোক ঘোষণা করেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (২১ মে) মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের এ তথ্য জানান।

এতে বলা হয়, আগামী বৃহস্পতিবার (২৩ মে) বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

আরও পড়ুন: গাংনীতে এক পোলিং এজেন্টের এক মাসের কারাদণ্ড...

এদিন নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনার জন্য বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

এদিকে, ‘জাতির শ্রেষ্ঠ সন্তানদের’ মৃত্যুতে ইরানে পাঁচ দিনের শোক ঘোষণা করা হয়েছে। সোমবার (২০ মে) দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এ শোক ঘোষণা করেন।

অনলাইন ডেস্ক