বৈশ্বিক সংকট মোকাবেলায় তথ্য-প্রযুক্তিতে দক্ষ হতে হবে

 অনলাইন ডেস্ক    ২৯ জুলাই, ২০২৪ ১৩:০০:০০নিউজটি দেখা হয়েছে মোট 11 বার

জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বৈশ্বিক সংকট মোকাবেলায় সরকারি কর্মচারীদের যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। এ জন্য তাদের তথ্য-প্রযুক্তি ব্যবহারে আরো দক্ষ হতে হবে।

বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৪ উপলক্ষে রোববার (২৮ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় আয়োজিত ‘বৈশ্বিক সংকটের আবহে জনসেবায় উদ্ভাবন চর্চা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

তাই জনপ্রশাসনের প্রতিটি কর্মীকে উদ্ভাবনী চর্চার পাশাপাশি তথ্য প্রযুক্তিতেও দক্ষ হতে হবে।

তিনি আরও বলেন, জনগণকে উন্নত ও মানসম্মত সেবা প্রদান করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সরকারি কর্মচারীদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

অনলাইন ডেস্ক