মেহেরপুরে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

 তরিকুল ইসলাম    ২৮ অক্টোবার, ২০২৩ ২১:৪৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 20 বার

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় মেহেরপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আজ শনিবার (২৮ অক্টোবর) দুপুরে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়।

মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসানের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন, এমপি।

কর্মশালায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ এমন একটি দেশ যে দেশে সকল ধরণের ফল ও সবজি উৎপাদন হয়।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও প্রকল্প পরিচালক মঞ্জুর মোর্শেদ আহম্মেদ, মেহেরপুর জেলা পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আব্দুস সমাদ সহ সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, হোটেল মালিক, বাজার কমিটির সভাপতি ও সাংবাদিকবৃন্দ।

তরিকুল ইসলাম