গাজীপুরে আবারও যাত্রীবাহী ২ বাসে আগুন

 অনলাইন ডেস্ক    ৬ নভেম্বার, ২০২৩ ১৩:০৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 17 বার

দ্বিতীয় দফায় বিএনপি ও জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের শেষ দিন আজ। গাজীপুরে পৃথক স্থানে আজ সোমবার ভোরে দুটি বাসে আগুন দিয়েছেন অবরোধকারীরা।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর এলাকায় ও গাজীপুর মহানগরীর শিমুলতলী রোডের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোরে কালিয়াকৈর বাসস্টেশন থেকে ছেড়ে আসা কালিয়াকৈর পরিবহন (কে.পি) নামে একটি যাত্রীবাহী বাস গাজীপুরে যাচ্ছিল ওই বাসে ৪-৫ জন যুবক দৌড়ে উঠে পেট্রল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান।

আরও পড়ুন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৯ আসনে বিএনএমএ প্রার্থী হচ্ছেন সাইফুল ইসলাম ভূঁইয়া...

এ দিকে একই সময়ে গাজীপুর মহানগরীর শিমুলতলী রোডের বটতলা এলাকায় নিরাপদ পরিবহনে বাসে আগুন দিয়েছেন অবরোধকারীরা।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, আজ ভোরে সফিপুর এলাকার ঢালে ও গাজীপুরের শিমুলতলী রোডের বটতলা এলাকায় দুটি বাসে অগ্নিসংযোগ করে অবরোধকারীরা।

তিনি আরও বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে বাস দুটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি।

অনলাইন ডেস্ক