দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোট গ্রহণ চলছে

 অনলাইন ডেস্ক    ২১ মে, ২০২৪ ১০:০৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 8 বার

সারা দেশে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আজ মঙ্গলবার (২১ মে) সকাল ৮টার সময় শুরু হয়েছে। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে নিজেদের প্রতিনিধি বেছে নিতে ১৫৬ উপজেলার ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ শুরু করেছেন।

১৫৬ উপজেলার মধ্যে ২৪ উপজেলায় ভোট হচ্ছে ইভিএমে এবং বাকিগুলোয় ব্যালট পেপারে ভোট নেয়া হচ্ছে। দ্বিতীয় ধাপে ১৬১টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পর বিভিন্ন কারণে ৫টি উপজেলায় ভোট স্থগিত করা হয়।

আরও পড়ুন: দুপুরের মধ্যে ১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা...

ইসি গত ১ এপ্রিল দ্বিতীয় ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, ৩০ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষে চূড়ান্ত হয় এক হাজার ৮২৪ জন প্রার্থী।

এর মধ্যে চেয়ারম্যান পদে ৬০৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৯৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন ৫২৮ জন। গত ১ মে প্রতীক বরাদ্দ পেয়েই নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু করেন প্রার্থীরা।

দ্বিতীয় ধাপের নির্বাচনের ভোটের মাঠের নিরাপত্তায় ১ লাখ ৯৩ হাজার ৩২৭ সদস্যকে মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ১৩ হাজার ১৬টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

অনলাইন ডেস্ক