মেহেরপুরে জেলার মানব পাচার প্রতিরোধ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

 অনলাইন ডেক্স    ৯ জুলাই, ২০২৩ ১৯:২৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 4 বার

মেহেরপুরে মানব পাচার প্রতিরোধে বিদ্যমান সুযোগ, চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে আজ রবিবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার মানব পাচার প্রতিরোধ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুরে জেলা প্রশাসক জনাব, মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম।

উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলায় অতিরিক্ত ম্যাজিস্ট্রেট লিউজা-উল জান্নাহ, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু, মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার ও জেলা আনসার কমান্ড্যান্ট সাহাদাত হোসেন।

আরও পড়ুন: ছেলেদের অবহেলায় কোটিপতি মা এখন রাস্তায়...

উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, মেহেরপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনীর এবং জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক।

অনলাইন ডেক্স