ছারপোকা মারার বিষ খেয়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

 অনলাইন ডেস্ক    ৪ সেপ্টেম্বার, ২০২৩ ১৮:২৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 29 বার

রাজধানীর মধ্যবাড্ডা লিংক রোডে জামিয়াতুল বালক মাদরাসায় রিফাত খান (১৭) নামে এক শিক্ষার্থী ছারপোকা নিধনের কীটনাশক খেয়ে আজ সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল নয়টার সময় মারা যায়।

রিফাত খানকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহপাঠী মো. শাকিল বলেন, রিফাত বাড্ডা লিংরোডে জামিয়াতুল বালক মাদরাসায় হেফজে পড়তো। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও বলেন, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রিফাত জানিয়েছে, সে ছারপোকা মারার কিটনাশক খেয়েছে।

আরও পড়ুন: বিমানের জ্বালানি মিলছে কক্সবাজার বিমানবন্দরে...

এদিকে হাসপাতালে রিফাতের মা মাহমুদা রহমান জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জরজেলার অষ্টগ্রামে। রিফাত মাদরাসায় থাকতো। গত সপ্তাহে বাসা থেকে ৩০ হাজার টাকা চুরি হলে তার বাবা ছেলেকে সন্দেহ করে বকাঝকা করলে রিফাত বাসা থেকে মাদ্রাসায় চলে যায়। সকালে মাদ্রাসা থেকে খবর দেয় তার ছেলে খুব অসুস্থ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া বলেন, রিফাতকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

অনলাইন ডেস্ক