শেখ রেহানার ৬৯তম জন্মদিন আজ

 অনলাইন ডেস্ক    ১৩ সেপ্টেম্বার, ২০২৩ ১২:৪৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 14 বার

বঙ্গবন্ধু ছোট্ট কন্যা শেখ রেহানার ৬৯তম জম্মদিন আজ। তিনি ১৯৫৫ সালের ১৩ সেপ্টেম্বর জম্মগ্রহন করেন।

তিনি তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে একটি সাধারণ জীবনধারা উত্তরাধিকার সূত্র পেয়েছেন।

শেখ রেহানা প্রফেসর ড. শফিক আহমেদ সিদ্দিককে বিয়ে করেন। তাদের তিন সন্তান হয়, এক ছেলে ও দুই মেয়ে।

শেখ রেহানা ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত ও আওয়ামী লীগের গবেষণা শাখা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর ট্রাস্টি।

আরও পড়ুন: ডিসির ভোট চাওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী...

তার বড় মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের লেবার পার্টির এমপি ও ছোট্র মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তি লন্ডন ভিত্তিক কন্ট্রোল রিস্কস-এর গ্লোবাল রিস্কস অ্যানালাইসিস এডিটর হিসেবে কাজ করছেন।

১৯৭৯ সালে শেখ রেহানা তার ভাষণের মাধ্যমে বিশ্বব্যাপীকে আহ্বান করেন তার পিতার খুনিদের বিচারের জন্য।

তিনি ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা হেফাজতে নিহত জাতীয় চার নেতার হত্যাকারীদের বিরুদ্ধে প্রথম বিচারের আন্তর্জাতিক আহ্বান উত্থাপন করেন।

সেই আবেগঘন ভাষণের মধ্য দিয়ে তৎকালীন বাংলাদেশ সরকারের উপর বৈশ্বিক চাপ সৃষ্টির জন্য তার কণ্ঠস্বর উত্থাপিত হওয়ায়- সেই ঘটনা ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে।

অনলাইন ডেস্ক