মিয়ানমার থেকে আসা মর্টারশেলে বাংলাদেশিসহ নিহত-২

 অনলাইন ডেস্ক    ৫ ফেব্রুয়ারী, ২০২৪ ১৬:৫২:০০নিউজটি দেখা হয়েছে মোট 11 বার

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপর আড়াইটার সময় দুইজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন, হোসনে আরা (৪৫) জলপাইতলী গ্রামের বাদশা মিয়ার স্ত্রী এবং নবী হোসেন নামের এক রোহিঙ্গা (৬৫)। ওই রোহিঙ্গা ব্যক্তি বাদশা মিয়ার বাড়িতে কাজ করতেন।

ওই উপজেলার ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী গ্রামের একটি রান্নাঘরের ওপর মর্টার শেলটি এসে পড়ে।

আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপের শিডিউল ঘোষণা, প্রথমবারের মতো খেলবে ৪৮টি দেশ...

ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মাহাফুজ ইমতিয়াজ ভুঁইয়া বলেন, মিয়ানমার থেকে আসা মর্টার শেলের আঘাতে দুইজন নিহত হয়েছেন। বিস্তারিত পরে জানাতে পারব।

ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মোঃ আনোয়ান হোসেন বলেন, দুপুরে ভাত খাওয়ার সময় মিয়ানমার সীমান্ত থেকে আসা মর্টার শেলের আঘাতে ঘটনাস্থলেই তারা মারা যান।

এদিকে নিহতদের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

অনলাইন ডেস্ক