এমপি শাহজাহান মিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

 অনলাইন ডেস্ক    ২১ অক্টোবার, ২০২৩ ১৪:৪৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 2 বার

আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-১ আসনের এমপি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার আজ শনিবার (২১ অক্টোবর) সকাল ৬টার সময় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, শাহজাহান মিয়া বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। তার মৃত্যুতে দল হারাল একজন দক্ষ রাজনীতিবিদকে। আমি হারালাম একজন বিশ্বস্ত রাজনৈতিক সহযোদ্ধাকে। শাহজাহান মিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

তিনি ১৯৪০ সালের ১৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন। শাহজাহান মিয়া পেশায় একজন আইনজীবী এবং বরেণ্য রাজনীতিবিদ।

আরও পড়ুন: শেখ হাসিনা মুসলিম বিশ্বের নেতৃত্ব দিচ্ছেন: শামীম ওসমান...

অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া ২০০৮ সালের নবম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পটুয়াখালী-০১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সাল জাতীয় সংসদে সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও গভীর শোক জানানো হয়েছে।

অনলাইন ডেস্ক