ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা

 অনলাইন ডেস্ক    ৯ অক্টোবার, ২০২৩ ১৩:১৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 21 বার

ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার (১২ অক্টোবর) মধ্যরাত থেকে। তবে ভরা মৌসুমের শেষ মুহূর্তে উপকূলে ইলিশ না পেয়ে হতাশ জেলেরা।

জানা গেছে, ১২ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরা, ক্রয় বিক্রয়, পরিবহন, মওজুদ, সব কিছু নিষিদ্ধ করেছে সরকার। কেউ যদি এই নিষেধাজ্ঞা অমান্য করে তাহলে তাদের হতে পারে জেল জরিমানারও। আর নিষেধাজ্ঞার আগে আরও দুদিন মাছ ধরার সুযোগ রয়েছে। এটাকে কাজে লাগিয়েই জেলেরা শেষ সময়ে সাগরে যাচ্ছেন ইলিশ ধরতে।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় স্বর্ণের বারসহ চোরকারবারির লাশ উদ্ধার...

জানা গেছে, বিভিন্ন জেলা মৎস্য অফিস থেকে দুই মাস আগ থেকেই ঘাটে ঘাটে সচেতনতামূলক প্রচার- প্রচারণা চালানো হচ্ছে।

এই নিষেধাজ্ঞার আওতায় অভয়াশ্রমের জেলাগুলো হলো: বরিশাল, ভোলা, পটুয়াখালী, চাঁদপুর, শরীয়তপুর ও লক্ষ্মীপুর।

এ ছাড়াও, ৩১ জেলার ১৫৫ উপজেলার অংশ বিশেষ এই নিষেধাজ্ঞায় অন্তর্ভুক্ত থাকবে।

অনলাইন ডেস্ক