চুয়াডাঙ্গায় নির্বাচনী আচরণ ভঙ্গের দায়ে ৩ জন কারাগারে

 অনলাইন ডেস্ক    ২১ মে, ২০২৪ ১৭:০৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 4 বার

৬ষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটে আচরণবিধি ভঙ্গের দায়ে চুয়াডাঙ্গার দুটি উপজেলায় চারজনের জেল জরিমানা হয়েছে। এদের মধ্যে তিনজনের কারাদাণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (২১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর ও আলমডাঙ্গা উপজেলার পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে মোটরসাইকেল প্রতীকের সমর্থক মোহাম্মদ রাশেদুল ইসলাম ভোটারদের নানাভাবে প্রলোভন দেখাচ্ছিলেন। এ সময় টহল পুলিশ তাকে নগদ টাকাসহ আটক করে। ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তার সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া গ্রামের ভোগাইল বগাদি গ্রামে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় সুজন আলীকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তার পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

আরও পড়ুন: গাংনীতে ভোট গ্রহণ শেষ, চলছে গণনার কাজ...

আলমডাঙ্গার রতনপুর গ্রামে রিপন আলীরও একই অপরাধে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করেন।

এছাড়া চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে আনিছ আলীকে ভ্রাম্যমাণ আদালত ১০০ হাজার টাকা জরিমানা করেন।

অনলাইন ডেস্ক