স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 অনলাইন ডেস্ক    ৪ মে, ২০২৪ ১২:৪১:০০নিউজটি দেখা হয়েছে মোট 6 বার

খালার বাড়িতে বেড়াতে আসা ১০ বছরের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ। শুক্রবার (৩ মে) দুপুরে বরিশালের উজিরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য সুলতান হাওলাদারের ভবনের সিঁড়িকোঠা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তামান্না আক্তার পার্শ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার আগরপুর গ্রামের আমির ফকিরের মেয়ে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

স্বজনরা জানান, বাড়ির মালিক সুলতান হাওলাদার মৃত শিশুর সম্পর্কে খালু হয়। বৃহস্পতিবার (গত ২ মে) বিকেলে খালা-খালুর বাড়িতে বেড়াতে আসে তামান্না।

আরও পড়ুন: গরমে প্রতিদিন ডিম খেলে শরীরে কী ঘটে?...

এরপর শুক্রবার বেলা ১২টার দিকে সুলতান হাওলাদারের একতলা ভবনের সিঁড়িকোঠার ছাদের দরজার আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তামান্নাকে দেখতে পায় স্বজনরা।

দ্রুত তাকে উদ্ধার করে বাড়ির লোকজন উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

স্বজনদের দাবি, গলায় ওড়না পেঁচিয়ে তামান্না আত্মহত্যা করেছে। তবে এত অল্প বয়সে কী কারণে সে আত্মহত্যা করেছে তা কেউ কিছু জানাতে পারেনি।

এ বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহম্মেদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে।

অনলাইন ডেস্ক