চুয়াডাঙ্গার গাড়াবাড়ীয়াতে হাইব্রিড সানমুন প্লাসের মাঠ দিবস অনুষ্ঠিত

 তরিকুল ইসলাম    ৬ ডিসেম্বার, ২০২৩ ১৭:২৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 25 বার

চুয়াডাঙ্গার গাড়াবাড়ীয়াতে বিদেশ থেকে আমদানিকৃত হাইব্রিড বাঁধাকপি সানমুন প্লাসের এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপুরের স্বনামধন্য মাসুম বীজ ভান্ডারের আয়োজনে (৪ ডিসেম্বর) সোমবার বিকাল সাড়ে ৪ টার সময় উপজেলার সিতলপুরে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

মাসুম বীজ ভান্ডারের ডিলার সাইদুল রহমানের সভাপতিত্বে মাঠ দিবসটি সঞ্চালনা করেন জিয়াউর রহমান জিয়া।

হাইব্রিড বাঁধাকপি সানমুন প্লাস চাষ করে সফল ও লাভবান হওয়া গাড়াবাড়ীয়া গ্রামের বাঁধাকপি চাষী রাজু আহমেদ বলেন, আমি দুই বিঘা জমিতে আগাম এফ ওয়ান সানমুন প্লাস হাইব্রিড জাতের গ্রীষ্মকালীন বাঁধাকপি চাষ করেছি। বিঘা প্রতি জমিতে ২০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত খরচ হয়। তবে বাজারমূল্য ভালো পাওয়া যায়। হাইব্রিড বাঁধাকপি সানমুন প্লাস চাষ করে বিঘাপ্রতি ১২০ বস্তা বাঁধাকপি পেয়েছি। যা অন্য জাতের তুলনায় ৪০ বস্তা বেশি ফলন পেয়েছি। সংগ্রহরে পর আবার ওই জমিতে শীতকালীন সবজিও চাষ করা যাবে।


আরও পড়ুন: গাংনীতে “মেহেরপুর মুক্তদিবস” পালিত...

সরাজমিনে গিয়ে দেখা গেছে, গ্রামে বাঁধাকপিসহ বিভিন্ন সবজি চাষ হচ্ছে। শীত মৌসুমে বাঁধাকপির ভালো ফলন হয়। এ মৌসুমে আগাম ও নাবি দু’ভাবেই হাইব্রিড বাঁধাকপি সানমুন প্লাস চাষ হয়ে থাকে। এছাড়া গ্রীষ্ম এবং বর্ষাকালেও বাঁধাকপি চাষ করা হয়।

উক্ত মাঠ দিবসে উপস্থিত ছিলেন, গাড়াবাড়ীয়া গ্রামের বাঁধাকপি চাষী রাজু আহমেদ, স্থানীয় সবজি চাষীরা ও বীজ ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গগণ।

তরিকুল ইসলাম