৭ ঘণ্টা পর খুলনায় রেল যোগাযোগ স্বাভাবিক

 অনলাইন ডেস্ক    ২৪ আগষ্ট, ২০২৩ ১৭:৩৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 44 বার

যশোরে নাটোরগামী লাইনচ্যুত তেলবাহী ট্যাংকার আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) বেলা ১১টার সময় সরিয়ে নেওয়ার পর খুলনার সঙ্গে সারা দেশের যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ ভোর চারটার সময় সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে যশোরের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মাহবুব হাসান জানান, আজ সকাল আটটার সময় খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন (রিলিফ ট্রেন) এসে কাজ শুরু করে। সকাল দশটার সময় লাইনচ্যুত তেলবাহী ট্যাংকার সরিয়ে ফেলা হয়। এরপর বেলা ১১টার সময় রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

আরও পড়ুন: বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন...

যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আয়নাল হাসান বলেন, আজ ভোর চারটার সময় নাটোরের উদ্দেশ্যে খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্যাংকারটি যশোরের সিঙ্গিয়া স্টেশনে পৌঁছলে লাইনচ্যূত হয়। ওই দুর্ঘটনার পর থেকে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ট্যাংকারে থাকা ৪২ টন তেল নষ্ট হয়েছে। পড়ে যাওয়া তেল কুড়িয়ে নিয়েছেন স্থানীয়রা। তবে সাত ঘন্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

অনলাইন ডেস্ক