গাংনীতে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর উদ্বোধন

 তরিকুল ইসলাম    ২৮ অক্টোবার, ২০২৩ ১৯:৪৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 18 বার

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে আজ বিকেল ৪টার সময় জাতীয় ক্রীড়া পরিষদের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ এর ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন মেহেরপুর-০২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য, মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, এমপি।

স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর উদ্বোধনের পর একই মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। সাহারবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদ মুর্শেদ অতুলের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-০২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য, মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, এমপি।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শেখ রাসেল মিনি এই স্টেডিয়ামটি গাংনী ও সাহারবাটির একটি মেলবন্ধন তৈরি করবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাথুলী ইউনিয়ন পরিষদ চেয়াম্যান মিজানুর রহমান রানা, বামুন্দী ইউনিয়ন পরিষদ চেয়াম্যান ওবায়দুর রহমান কমল, তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়াম্যান নাজমুল হুদা বিশ্বাস।

তরিকুল ইসলাম