গাংনীতে বয়স্ক পুনর্বাসন আশ্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন

 নিজস্ব প্রতিবেদক    ১৬ এপ্রিল, ২০২৪ ১১:০১:০০নিউজটি দেখা হয়েছে মোট 14 বার

মেহেরপুরের গাংনী উপজেলা শহরের থানা সড়কের অদূরে সুন্দরীপাড়ায় সোমবার দুপুর ১২টার সময় ভাল থাকা, ভাল রাখার প্রত্যয়ে বয়স্ক ও শিশুদের সেবামূলক প্রতিষ্ঠান “আশ্রয়” এর ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “আশ্রয়” এর প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষানুরাগী সর্বজন শ্রদ্ধেও সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন, মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য ডাক্তার এ এস এম নাজমুল হক সাগর।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রবীণরা আমাদের সম্পদ। তাদের জন্য যার যার অবস্থান থেকে সহযোগিতা করতে হবে। প্রবীণদের সাথে সবসময় কথা বলা, তাদের পাশে থাকার আহবান জানান তিনি।

তিনি আরও বলেন, আধুনিক, মানসম্মত ও যুগোপযোগী এবং স্মার্ট সেবা যাতে তারা পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি গাংনীর এই প্রতিষ্ঠানটিকে নিজেদের মনে করে সহযোগিতার আহবান জানান।

আরও পড়ুন: বাংলাদেশে এসে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ...

যাদের পরিবারের প্রবীণ ব্যক্তিরা অবহেলার স্বীকার হচ্ছেন। তাদের পরিবারে কাউন্সিলং করে প্রবীণদের ভাল রাখার আহবান জানান।

এর আগে, উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন গাংনী মাদ্রাসা মসজিদের পেশ ইমাম মাওলানা খালেদ সাইফুল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, গাংনী উপজেলা সহকারি কমিশন (ভূমি) নাদির হোসেন শামীম ও গাংনী থানার (ওসি) তাজুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক