মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে সামাজিক সংগঠন ধ্রুবতারা ইয়থ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর উদ্যোগে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কর্মসূচী পালন করা হয়েছে।
মঙ্গলবার সকালে ধ্রুবতারা ইয়থ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মেহেরপুর ইউনিটের সভাপতি ফয়সাল হোসেনের সভাপতিত্বে মুজিবনগর উপজেলার ভবান্দপুর গ্রামে উঠান বৈঠকের মাধ্যমে এই কর্মসূচি পালন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুজলুর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন নারীর প্রতি সহিংসতা একটি সামাজিক ব্যাধি। সহিংসতার ঘটনা কেবল নারীর জীবনকেই বিপন্ন করে না, বরং রাষ্ট্রীয় ও সামাজিক অগ্রগতিতে বাধা প্রদান করে। নারীর প্রতি সহিংসতা নির্মূলে রাষ্ট্রের দায়বদ্ধতা নিশ্চিতের পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসা প্রয়োজন। জেন্ডার সমতাপূর্ণ মানবিক সমাজ প্রতিষ্ঠায় নারী ও কন্যার প্রতি সহিংসতা একটি বড় বাধা হিসেবে কাজ করছে। সমাজে নারীর প্রতি সহিংসতা, শারীরিক-মানসিক নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক, বহুবিবাহ, যৌন হয়রানি, খুন, ধর্ষণ, নারীর প্রতি অধস্তন ও পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, নারীবান্ধব আইনগুলোর যথাযথ প্রয়োগ না করতে পারা, বিচারিক কাজে দীর্ঘসূত্রিতার ফলে নারী উন্নয়ন তথা দেশের উন্নয়ন ব্যাহত হচ্ছে।
এসময় সময় আরও উপস্থিত ছিলে আব্দুল মান্নান ,অসিম বিশ্বাসসহ সংগঠনির সদস্যবৃন্দু
নিজস্ব প্রতিবেদক





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































