মেহেরপুরে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৭১ টি মোবাইল উদ্ধারের পর মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ১২টার সময় পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে প্রকৃত মালিকদের হাতে মোবাইল তুলে দেন পুলিশ সুপার মাকসুদা আকতার খানম।
জেলা পুলিশের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, জেলার তিন থানায় করা সাধারণ ডায়েরির ভিত্তিতে মোবাইলগুলো উদ্ধার করা হয়।
পুলিশের সাইবার ক্রাইম সেলের সহযোগিতায় উদ্ধার করা মোবাইলগুলো আসল মালিকের হাতে তুলে দেওয়া হয়।
আরও পড়ুন: মৃত্যুর দুদিন আগে দেয়া সবশেষ পোস্টে কী লিখেছিলেন রতন টাটা?...
হারানো মোবাইলগুলোর মধ্যে সদর থানার ১৭টি, গাংনী থানার ৩১টি এবং মুজিবনগর থানার ২৩টি মোবাইল উদ্ধার করা হয়। সকলকে আরও সতর্ক থাকার পরামর্শ দেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম, ইন্সপেক্টর বাদল, সদর ট্রাফিক টিআই ইসমাইল হোসেন, সাব ইন্সপেক্টর মনিরুজ্জামান মিলন ও মোবাইল মালিকরা।
তরিকুল ইসলাম