ভারতের শিল্পপতি রতন টাটা মারা গেছেন। মৃত্যুর দুদিন আগেও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেছিলেন তিনি। মৃত্যুর আগে সেটিই ছিল তার সবশেষ পোস্ট। কী লিখেছিলেন তিনি সেই পোস্টে?
স্থানীয় সময় বুধবার (৯ অক্টোবর) রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৮৬ বছর বয়সি রতন টাটা। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।
জানা গেছে, হেলথ চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন এ শিল্পপতি। সেখান থেকে আর বাসায় ফেরার সুযোগ পাননি তিনি।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে বলেছে, মৃত্যুর দুদিন আগে সোমবার (৭ অক্টোবর) নিজের স্বাস্থ্য নিয়ে গুজব ছড়িয়ে পড়ার পর অনুসারীদের জন্য এক্সে একটি পোস্ট দেন তিনি। মূলত এর আগে গত সোমবার সকালে হঠাৎ খবর ছড়ায় রতন টাটা হাসপাতালে ভর্তি। কিন্তু এর কিছু পরে তিনি পোস্ট করে জানান, সেটা ভুল খবর। তিনি ঠিক আছেন।
আরও পড়ুন: স্বপ্ন সুপার সপকে জরিমানা...
এক্স পোস্টে রতন টাটা লিখেন, ‘আমি আমার স্বাস্থ্য সম্পর্কে প্রচারিত সাম্প্রতিক গুজব সম্পর্কে অবগত এবং সবাইকে আশ্বস্ত করতে চাই, এই দাবিগুলো ভিত্তিহীন। আমি বর্তমানে আমার বয়স এবং সম্পর্কিত চিকিৎসা অবস্থার কারণে মেডিকেল চেক-আপের মধ্য দিয়ে যাচ্ছি। আমি ভালো আছি...।’
৮৬ বছর বয়সী ভারতীয় এই শিল্পপতি তার শেষ এক্স পোস্টে বলেছিলেন, ‘আমি জনসাধারণ এবং মিডিয়াকে ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করছি।’
রতন টাটার মরদেহ আজ (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মুম্বাইয়ের নরিমান পয়েন্টের ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টসে (এনসিপিএ) রাখা হবে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। এরপর ওয়ারলি এলাকায় শেষকৃত্য করা হবে।
অনলাইন ডেস্ক