কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটিতে সাবেক রাষ্ট্রপতি পুত্র এমপি তৌফিকের ঘনিষ্ঠজন

 কিশোরগঞ্জ প্রতিনিধি:    ১৭ মার্চ, ২০২৫ ২১:০০:০০নিউজটি দেখা হয়েছে মোট 323 বার

সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কিশোরগঞ্জ জেলার আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। এতে ৭ নং যুগ্ম আহ্বায়ক হিসেবে ফরহাদ আহমেদ কে রাখা হয়েছে। ফরহাদ আহমেদ আওয়ামীলীগ শাসনামলে সাবেক সংসদ সদস্য তৌফিকের ঘনিষ্ট ছিল বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা শুরু হয়েছে।

১২ মার্চ ২০২৫ তারিখে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান সাক্ষরিত বিজ্ঞপ্তিতে দেখা যায় ৭ নং যুগ্ম আহবায়ক হিসেবে ফরহাদ আহমেদ কে রাখা হয়েছে।

অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনে বিতাড়িত আওয়ামী এমপির ঘনিষ্ঠ জন কমিটি স্থান পাওয়ায় ইটনা মিঠামইন ও অষ্টগ্রাম এর সাধারণ নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সেই সাথে আওমীলীগ এর বিভিন্ন প্রোগ্রামে থাকা ফরহাদ আহমেদ এর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি: