মেহেরপুরের গাংনীতে গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (৫ মে) সকাল দশটায় উপজেলার যুগিন্দা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ বলেন, জুগিন্দা গ্রামের অমলেন্দু মন্ডলের ছেলে প্রকাশ মণ্ডলকে (৬৫) তার নিজ বাড়ি থেকে ১ কেজি গাঁজা ও একই গ্রামের জলিল মিয়ার ছেলে শাহির আলীকে (৪৮) পাঁচগ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
পরে শাহির আলী কে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
এদিকে প্রকাশ মন্ডলের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
তরিকুল ইসলাম