হাসপাতালের বেডে থেকে পরীক্ষা দিচ্ছে গুলিবিদ্ধ জবি শিক্ষার্থী অনিক

  জবি প্রতিনিধি    ১৯ সেপ্টেম্বার, ২০২৪ ১১:৫৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 14 বার

১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে প্রধান ফটকের সামনে দিয়ে শাঁখারী বাজার হয়ে মহানগর দায়রা জজকোর্টের সামনে আসলে গুলিবিদ্ধ হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের শিক্ষার্থী অনিক।

আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অতর্কিত হামলায় অনিক সহ আরও অনেকে আহত। অনিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন করে ২৯ জুলাই তাকে বাধ্যতামূলক ছাড়পত্র দিয়ে হাসপাতাল ত্যাগ করতে বাধ্য করে।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১১ই আগস্ট তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি) তে পুনরায় ভর্তি করা হয়, এর মধ্যে শুরু হয়েছে তার সেমিস্টার ফাইনাল পরীক্ষা।

হাসপাতালে বিছানায় বসে পরিক্ষায় বসেছে অনিক। ১৭ই সেপ্টেম্বর ২য় বর্ষের ১ম সেমিষ্টার পরিক্ষায় পিজি হাসপাতালে অনিক অংশগ্রহণ করে। বিভাগের দুইজন শিক্ষক সহযোগী অধ্যাপক মাহাদি হাসান জুয়েল ও সহকারী অধ্যাপক আল আমিন, তার পরীক্ষকের দায়িত্ব পালন করেন।

অনিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সে বর্তমানে পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

জবি প্রতিনিধি