আসন্ন ঈদুল আযহা (কুরবানী) ঈদকে সামনে রেখে খাগড়াছড়ির ঐতিহাসিক গুইমারা বাজারের মেইন রোডে বসেছে ছাগলের হাট।
চট্টগ্রাম হাটহাজারী ছাড়াও দুর- দুরান্ত থেকে ব্যবসায়িরা ছাগল কিনতে ভিড় জমাচ্ছেন এই হাটে। লাভ জনক ও ক্রয় ক্ষমতার মধ্যেই ছাগল কিনতে পেরে ব্যাসায়ীরা তা ট্রাকে করে নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠাচ্ছেন।
বাজারে বিভিন্ন জাতের ছাগল কিনতে এসে ব্যাসায়ীরা জানান, কুরবানী ঈদকে সামনে রেখেই গুইমারা বাজারে ছাগল কিনতে এসেছি। দাম নাগাদের মধ্যে হওয়াই লাভের আশাও করছি।
অনেক ক্রেতারা আবার ঈদকে কেন্দ্র করে কোরবানী দেয়ার উদ্দেশ্যেও পশু কিনিতে ভিড় জমাচ্ছেন হাটে। ক্রয় ক্ষমতার মধ্যে মিলে গেলেই নিচ্ছেন ছাগল।
হাটে বড় ছাগল তেমন দেখা না গেলেও ইদকে সামনে রেখে আগামী সপ্তাহের মধ্যে হয়তো বড় আকারের ছাগল বাজারে উঠবে বলে আশা করছেন।
মোঃ আনোয়ার হোসেন জীবন