আবারও বাড়ল এলপিজির দাম

 অনলাইন ডেস্ক    ২ অক্টোবার, ২০২৩ ১৭:৫১:০০নিউজটি দেখা হয়েছে মোট 5 বার

ভোক্তা পর্যায়ে আবারও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ সোমবার (২ অক্টোবর) দাম বাড়ানোর এ ঘোষণা দিয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি কেজি এলপিজির দাম হবে ১১৩ টাকা ৫৮ পয়সা। সে অনুসারে, সাড়ে ৫ থেকে ৪৫ কেজির সিলিন্ডারের দাম বাড়বে।

আরও পড়ুন: বাজারে বাড়তে শুরু করেছে কাঁচামরিচের দাম...

বিইআরসি চেয়ারম্যান মো. নূরুল আমিন জানান, বাজারে এলপিজির পর্যাপ্ত মজুত আছে। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করলে ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

প্রসঙ্গত, প্রতি মাসের শুরুতে এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি।

অনলাইন ডেস্ক