মাত্র দুই দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে দ্বিগুন

 মোঃ নাঈম মাহমুদ    ১৪ মে, ২০২৪ ১২:১১:০০নিউজটি দেখা হয়েছে মোট 6 বার

দিনাজপুরের হাটবাজারে এক লাফে কাঁচা মরিচের দাম বেড়েছে দ্বিগুন হারে। ৬০ টাকা কেজি দরের কাঁচা মরিচ এখন ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

দিনাজপুর সদরের শিকদারগঞ্জ, খানপুর, কমলপুর কুতইড়হাটসহ প্রত্যন্ত গ্রামীণ জনপদের হাটবাজারগুলোতে ঘুরে দেখা গেছে গত দুইদিন আগে এসব হাটবাজারে খুচরা পর্যায়ে কাঁচা মরিচ ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হলেও গত সোমবার তা কেজি প্রতি বিক্রি হচ্ছে মানভেদে ৮০ থেকে ১০০ টাকা দরে।

এ সব হাটবাজারের খুচরো ব্যবসায়ীরা বলছেন, সাম্প্রতিক কালের তীব্র তাপপ্রবাহের কারণে জেলার কৃষকদের সব ধরণের সবজির ক্ষেতসহ কাঁচা মরিচের ক্ষেত খুবই ক্ষতিগ্রস্হ হয়েছে।

আরও পড়ুন: আজ ঘরে ফিরবেন এমভি আবদুল্লাহর সেই ২৩ নাবিক...

তাপপ্রবাহের কারণে মরিচের ফলবান গাছ নষ্ট হওয়াসহ ফলন কমে গেছে। এছাড়া কিছুদিন আগে একদিনের টানা বৃষ্টির কারণে কৃষকের সব ধরনের সবজি নষ্ট হয়ে গেছে। তাই প্রতিটি সবজির দাম বেড়েছে।

দেশে যে সব এলাকায় কাঁচা মরিচের আবাদ হয়েছে, সে সব এলাকায় বৃষ্টির পানিতে কাঁচামরিচের অনেক ক্ষতি হয়েছে।

সাম্প্রতিক সময়ে বাজার দর কম থাকায় কৃষকেরা কাঁচা মরিচ রোদে শুকিয়ে শুকনো মরিচ তৈরি করেছেন। কাঁচা মরিচ উৎপাদনের মৌসুম ও শেষের দিকে, তাই এই পণ্যটির দাম বাড়তে শুরু করেছে যা এখন দিন দিন বাড়তেই থাকবে ধারণা করা হচ্ছ।

মোঃ নাঈম মাহমুদ