মেহেরপুরের বাজারে শসার দাম আগুন

 নিজস্ব প্রতিবেদক    ১৪ মার্চ, ২০২৪ ১০:৩৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 20 বার

পবিত্র রমজান মাস শুরু হওয়ার পর মেহেরপুরের বাজার গুলোতে বেড়েছে শসার দাম। রোজার প্রথম ও দ্বিতীয় দিন ১৩০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে শসা।

রোজার মাত্র কয়েকদিন পূর্বেও বাজার গুলোতে শসা কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

রোজা শুরু হওয়ার পর পর হঠাৎ করেই বাজার গুলোতে বেড়ে গেছে শসার দাম, ক্রেতাদের নাগালের বাইরে। প্রতি কেজি শসা ১৩০ থেকে ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, শসার আমদানি কম থাকায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

ক্রেতারা বলেন, সরকার সবকিছুই নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আমরা আশা করি রমজান ঘিরে অসাধু ব্যাবসায়ীরা যেন সিন্ডিকেট গড়ে তুলতে না পারে। আসলে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া ভালো কিছুই সম্ভব নয়। পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা উচিত।

নিজস্ব প্রতিবেদক