চাল, তেল, চিনি ও খেজুরে শুল্ক ও কর কমাল সরকার

 অনলাইন ডেস্ক    ৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১৬:৪৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 8 বার

আসন্ন রমজান মাস উপলক্ষ্যে চাল, তেল, চিনি ও খেজুরের উপর শুল্ক ও কর কমিয়ে আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম।

পণ্যগুলোতে শুল্ক ও কর ৫ শতাংশ থেকে সর্বোচ্চ ৪৭ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। এই সুবিধা আগামী ১৫ মে পর্যন্ত চলবে।

এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম বলেন, গত ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে রমজান উপলক্ষ্যে ভোজ্যতেল, চিনি, খেজুর ও চালের ওপর শুল্ক কমানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: বন্ধ হচ্ছে সেন্টমার্টিন ভ্রমণ...

ওই দিন বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানিয়েছিলেন, নির্বাচনের পরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়েছেন।

রমজানে যে পণ্যগুলোর দরকার হয়, বিশেষ করে খেজুর, ভোজ্যতেল, চিনি ও চাল-এই চারটি পণ্যের শুল্কহার হ্রাসের জন্য ওই বৈঠক থেকে এনবিআরকে নির্দেশনা দিয়েছিলেন তিনি।

এর আগে গত ২২ জানুয়ারি চাল, ভোজ্যতেল, চিনি ও খেজুরের ওপর শুল্ক ও করে ছাড় দিতে এনবিআরে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

অনলাইন ডেস্ক