ঊর্ধ্বমুখী সবজির বাজারে সেঞ্চুরির পথে পেঁপে

 অনলাইন ডেস্ক    ২০ মে, ২০২৪ ১২:২৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 10 বার

সবজির ঊর্ধ্বমুখী বাজারে কম যাচ্ছে না পেঁপেও। দাম বাড়তে বাড়তে তা এখন সেঞ্চুরির পথে। হঠাৎ করে এ সবজির দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে পেঁপের সরবরাহ কমে গেছে, তাই দাম বেশি। সরবরাহ বাড়লে দাম কমে যাবে। প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। অন্যান্য সময় বাজারে পেঁপের আধিক্য দেখা গেলেও আজ তার পরিমাণ কিছুটা কম। মিলছে না সব দোকানেও।

পেঁপের দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা বলছেন, মৌসুমের শুরু হওয়ায় পেঁপে এখনো পরিপক্ব হয়নি, ফলে চাহিদা অনুযায়ী সরবরাহ পাওয়া যাচ্ছে না। এ কারণে দামও বেড়েছে।

তবে সবজিটির দাম বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ ক্রেতারা। বাজারে আসা ক্রেতারা বলছেন, পেঁপে দৈনিক প্রয়োজনীয় সবজির মধ্যে একটি। কিন্তু এর দাম যদি এভাবে বেড়ে যায় তাহলে তার প্রতিকার কী?

আরও পড়ুন: সন্ধ্যার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস, ১১ জেলায় সতর্কসংকেত...

মাছ-মাংস তো এখন দামি জিনিস হয়ে গেছে, সেখানে এগুলোরও যদি দাম বাড়ে, তাহলে আমরা কী খাব। এখন পেঁপে চড়া দামে বিক্রি হচ্ছে। অথচ দেখার কেউ নেই। এসবের নিয়ন্ত্রণ করা না হলে সাধারণ মানুষকে না খেয়ে থাকতে হবে।

অনলাইন ডেস্ক